পাবনায় চেয়ারম্যান আপন দুই বোন

পাবনায় দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আপন দুই বোন জয় পেয়েছেন। পাবনার গুমানি নদীর একপাড়ে চাটমোহর উপজেলার নিমাইচরা ইউনিয়ন, অপর পাড়ে ভাঙ্গুরা উপজেলার অস্টমনিষা ইউনিয়ন।

গত ২৮ নভেম্বরে অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহোদর ছোটবোন নূর জাহান বেগম মুক্তি চাটমোহর উপজেলার নিমাইচরা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

রবিবার (২৬ ডিসেম্বর) তার আপন বড় বোন সুলতানা জাহান বকুল ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ের চেয়ারম্যান নির্বাচিত হলেন। তারা দুজনই নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করেন।

গত ২৮ নভেম্বর নিমাইচরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছোট বোন নূর জাহান বেগম মুক্তি নৌকা প্রতীক নিয়ে ৬২৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম ভোট পাওয়া প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ পান ৫৫৪৬ ভোট। আর ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড় বোন সুলতানা জাহান বকুল নৌকা প্রতীক নিয়ে ৬০৩১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

নির্বাচিত দুই বোন পাবনার চাটমোহরের নিমাইচরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মরহুম আলহাজ আব্দুর রহিম মোল্লার মেয়ে। আপন দুই বোন জয় পাওয়ায় তাদের পরিবারে বইছে আনন্দের জোয়ার।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ