শীত আসলেই দেশের জলরাশি অতিথি পাখিতে ঢেকে যায়। সুদূর সাইবেরিয়া থেকে আসা লক্ষ লক্ষ অতিথি পাখির সমাগম ঘটে বাংলাদেশে। এই তালিকায় আছে পাবনা জেলাও।
ইতোমধ্যেই পাবনা বেশকয়েকটা বিলে অতিথি পাখির সমাগম ঘটেছে। পাবনার ঈশ্বরদী উপজেলার চাঁদপুর খালবিল প্রতিবারের ন্যায় এবারো অতিথি পাখিদের কোলাহলে মুগ্ধ আর কিচিরমিচির শব্দে মুখরিত।
পাখিদের আকাশে কোনো সীমান্ত রেখা নেই। তারা অনায়াসে উড়ে বেড়ায় এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে। সুদূর সাইবেরিয়া, মঙ্গোলিয়া বা হিমালয়ের উত্তরাঞ্চলের তীব্র শীত ও ভারী তুষারপাতে টিকে থাকা দায়। তাই একটু উষ্ণতার খোঁজে পাখিরা সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আসে বাংলাদেশে। সাধারণত মাঘ মাসের শেষ পর্যন্ত তাদের বিচরণ দেখা যায়।
কী অপরূপ দৃশ্য ষড় ঋতুর বৈচিত্রময় দেশ এই সোনার বাংলাদেশ! ঋতু পরিবর্তনের সাথে সাথে পাল্টে যায় বাংলার প্রকৃতি। এখন শীতকাল। আর এ ঋতুতে বিভিন্ন দেশ থেকে এসেছে অনেক রকমের পাখি।
নিরাপদ আবাসস্থল ও খাদ্যের সন্ধানে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আসে অসংখ্য পাখি।