আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠেয় ৫৫টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এর মধ্যে ৪টি পাবনা জেলার পৌরসভা রয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত মনোনীত প্রার্থীদের সামনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নাম ঘোষণা করেন।
এ সময় বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ও প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন। পরে তাদের হাতে দলের মনোনয়নপত্র তুলে দেওয়া হয়।
পাবনার ৪টি পৌরসভায় যারা মনোনয়ন পেলেন তারা হলেন- পাবনার ঈশ্বরদীর রফিকুল ইসলাম, ফরিদপুর মো. এনামুল হক, সাঁথিয়া মো. সিরাজুল ইসলাম সিরাজ এবং ভাঙ্গুড়ায় মো. আব্দুল কাদের।