নিউজ ডেস্ক: আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে পাবনার ৪টি পৌরসভাসহ ৬১টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করেছে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।
গত শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাবনা ৪টি পৌরসভায় নৌকা প্রতীকে মেয়র প্রার্থীরা হলেন- ঈশ্বরদীতে মো. ইছাহক আলি মালিথা, ফরিদপুরে খন্দকার মো. কামরুজ্জামান (মাজেদ), সাঁথিয়ায় মো. মাহবুবুল আলম, ভাঙ্গুড়ায় মো. গোলাম হাসনাইন, সুজানগরে মো. রেজাউল করিম।
মনোনয়ন প্রাপ্তরা দলের ধানমন্ডি কার্যালয় থেকে সভাপতির স্বাক্ষরযুক্ত মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। আগামী ২০ ডিসেম্বর মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। ১৬ জানুয়ারি হবে ভোটগ্রহণ। দ্বিতীয় দফায় ২৯ টি পৌরসভায় ইভিএমএ আর ৩২টিতে ব্যালটে ভোটগ্রহণ হবে।