পাবনার ৩ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকের বিপরিতে লড়াই করা তিন জন মেয়র প্রার্থীরই জামানাত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী অ্যাডভোকেট সাখোওয়াত হোসেন সাখো পেয়েছেন ৬৮১২ ভোট আর ধানের শীষ প্রতিক নিয়ে আসাদুজ্জামান আরশেদ পেয়েছেন মাত্র ৮৫ ভোট। ধানের শীষ প্রার্থীর ভোট প্রাপ্তি নিয়ে কৌতুহলি মানুষ রীতিমত অবাকই হচ্ছেন।

চাটমোহর পৌরসভায় মোট ভোটার ১২ হাজার ২৩৭ জন। নির্বাচনে মোট প্রাপ্ত ভোট ৭ হাজার ৯০৪টি। এর মধ্যে বাতিল হয়েছে ৪টি ভোট।

চাটমোহর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আলমগীর হোসেন জানান, প্রাপ্ত ভোটের ৮ ভাগের এক ভাগ অর্থাৎ ৯৮৮ ভোট কোন প্রার্থী পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে না। যেহেতু চাটমোহর পৌরসভা নির্বাচনে জয়ী প্রার্থী ছাড়া বাকি ৩ জন প্রার্থী (বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম দুলাল (জগ), সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নান (মোবাইল), মো. আসাদুজ্জামান আরশেদ (ধানের শীষ) প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পাননি। এ কারণে ওই ৩ জন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ