পাবনার ২টি আসনে জামায়াতের আগাম প্রার্থী ঘোষণা!

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শতাধিক সংসদীয় আসনের একক প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। তাদেরকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

১০০টি আসনের মধ্যে পাবনার দুটি রয়েছে। সেগুলো হলো পাবনা-৪ (ঈশ্বরদী ও আটঘরিয়া) এবং পাবনা-৫ (সদর)। তবে প্রার্থী জটিলতায় পাবনা-১ (সাঁথিয়া ও বেড়ার একাংশ) আসনের নাম ঘোষণা করা হয়নি।

পাবনা জেলা জামায়াতের সংশ্লিষ্ট সূত্রে এতথ্য জানা গেছে। এর আগে রবিবার (২১ আগস্ট) কেন্দ্রীয়ভাবে তাদের নাম ঘোষণা করা হয়। তবে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করেনি দলটি।

পাবনা-৫ (সদর) আসনের প্রার্থী হলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসাইন এবং পাবনা-৪ (ঈশ্বরদী ও আটঘরিয়া) আসনের প্রার্থী হিসেবে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল।

বরাবরই পাবনা-৫ (সদর) আসনটি জামায়াতের আসন হিসেবে পরিচিত। দলটির সাবেক নায়েবে আমির মাওলানা আব্দুস সোবহান এই আসন থেকে ৫ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচত হয়েছেন। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জোটের প্রার্থী হিসেবে অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসাইন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

আর পাবনা-৪ (ঈশ্বরদী ও আটঘরিয়া) আসনে ১৯৯১ ও ৯৬ সালের সংসদ নির্বাচনে জামায়াতের সর্বশেষ প্রার্থী দেখা গিয়েছে। ভোট ব্যাংক থাকলেও জোটের স্বার্থে ২০০১ সাল থেকে দলটি এই আসনে প্রার্থী দিতে পারেনি। তবে এবার সর্বোচ্চ প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এদিকে প্রার্থী জটিলতার কারণে পাবনা-১ (সাঁথিয়া ও বেড়ার একাংশ) আসনের প্রার্থীর নাম এখনও চূড়ান্ত করতে পারেনি জামায়াত। দলটির সাবেক কেন্দ্রীয় আমির মাওলানা মতিউর রহমান নিজামী এই আসন থেকে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে ধরা হলেও নানা কারণে তিনি দেশে আসতে পারেনি। ফলেও এক পর্যায়ে বাধ্য হয়ে আসনটি ঐক্যফ্রন্টের প্রার্থীর কাছে ছেড়ে দেয় দলটি। তবে এবার সর্বোচ্চ নির্বাচনী মনোভাব রেখে দলটি।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ