পাবনার সাবেক ছাত্রনেতা সুইটের গাড়ি বহরে হামলা ও ভাংচুর

পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের গাড়ি বহরে হামলা চালিয়ে ভাংচুর ও ছাত্রদল নেতাকর্মীদের আহত করার অভিযোগ উঠেছে আ.লীগের নেতাকর্মীরা।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিএনপির রাজশাহী বিভাগীয় তারুণ্যের রোড মার্চে যাওয়ার পথে নাটোরের লক্ষীপুর ইউনিয়নের সৈয়দপুরে মোড়ে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

আহতরা হলেন- পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান মিঠু, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সেখ তুহিন, পাবনা পৌর ছাত্রদল নেতা ইমন হোসেন ও শাকিল আহমেদ।

এ সময় আরো আহত হন পাবনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়, জেলা ছাত্রদল নেতা আল আমিন পাপ্পু ও জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজ্জাতুল ইসলাম খান নাদিম।

এ সময় তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাই করে নেয় আ.লীগের নেতাকর্মীরা অভিযোগ করেন তারা।

এ ঘটনায় আহত সবাই পাবনা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। হামলা ও আহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন ও জেলা বিএনপির সদস্য হারুন অর রশীদ।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ