জালিয়াতির মাধ্যমে তালিকাভুক্ত হওয়া পাবনার আরও তিন জন মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল করেছে সরকার। এনিয়ে পাবনার বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার সনদ বাতিল হল।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭১তম সভায় নেওয়া সুপারিশের ভিত্তিতে সনদ বাতিল করে গত ৩ মার্চ গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
যাদের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হয়েছে তারা হলেন- পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া (বাদলপাড়া) গ্রামের মৃত ওয়ালিউল্লাহ’র ছেলে মো. এবাদত আলী, সাধুপাড়ার প্রতাপুরের মৃত দবির উদ্দিন শেখের ছেলে মুহাম্মদ ইসমাইল, ভাড়ারার দড়ি ভাউডাঙার মৃত গেদন সরদারের ছেলে মো. মোফাজ্জল হোসেন।
এর আগে কয়েক ধাপে পাবনার ২৬ জনের গেজেট ও সনদ বাতিল করে সরকার। ফলে এ নিয়ে জেলার ২৯ জন মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল হল। এছাড়াও পাবনার বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত রয়েছে।