পাবনার মধ্য শহরে শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ

পাবনার মধ্য শহরে শাতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে প্রায় দেড় কিলোমিটার ফুটপাথ উদ্ধার করেছে পাবনা পৌরসভা

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে পৌর মেয়র কামরুল হাসান মিন্টুর নির্দেশে পৌরসভার কর্মকর্তারা পুলিশের সহায়তায় শহরের আব্দুল হামিদ সড়ক, ট্রাফিক মোড়, রূপকথার গলি, বাসষ্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

পৌরসভা কর্তৃপক্ষ জানান, এসব অবৈধ স্থাপনার কারনে শহরে যানজট সহ পথচারী চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছিল।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ