পাবনার পুলিশ সুপার করোনা আক্রান্ত

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম করোনা পজিটিভ সনাক্ত হয়েছেন। সম্প্রতি পেশাগত কাজে বিভিন্ন স্থানে যাওয়ার জন্যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১২ জুন) দুুপুরে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গৌতম কুমার বিশ্বাস জানান, পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বর্তমানে শারীরিক ভাবে সুস্থ আছেন। তিনি পাবনার পুলিশ সুপারের জন্যে পাবনাবাসীর নিকট দোয়া কামনা করেছেন। পাশাপাশি পাবনার সকলকে সচেতন ভাবে চলাচলের জন্যে অনুরোধও জানান।

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম নিজেই তথ্য নিশ্চিত করে বলেন, আমার পজেটিভ আসার সাথে সাথেই আমি নিজেই নিজেকে গুটিয়ে নিয়েছি। আমার কর্মস্থলে বা বাইরে যাদেরই সংস্পর্শে এসেছি তাদেরই পরীক্ষা করার জন্যে বলেছি। আর অফিসের সবারই নমুনা নিয়ে পরীক্ষার জন্যে পাঠানো হবে। এ সময় তিনি তার জন্যে পাবনাবাসীসহ সবার নিকট দোয়া কামনা করেন।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ