পাবনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুইজন সংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরা হলেন, পাবনা-সিরাজগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি এবং পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।
শনিবার (৭ নভেম্বর) রাতে তাদের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। সংসদ ক্লিনিকের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করার পর রবিবার (৮ নভেম্বর) সংশ্লিষ্ট সংসদ সদস্যরা করোনা আক্রান্তের বিষয়টি স্বীকার করেছেন।
সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি এবং বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।
এদিকে আইইডিসিআরের তথ্য মতে, শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত পাবনা জেলায় মরণঘাতি এই করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৩৭ জন। আর মারা গেছেন ১০ জন।