পাবনার আরেক সংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে জেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের তিনজন সংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। নতুন করে আক্রান্ত হয়েছেন পাবনা-৩ আসনের (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) সাংসদ মকবুল হোসেন।
এর আগে পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) সাংসদ নুরুজ্জামান বিশ্বাস ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি।
জাতীয় সংসদ ভবনের স্বাস্থ্যকেন্দ্রে কোভিড-১৯ টেস্টে তাঁদের করোনা শনাক্ত হয়। আক্রান্তরা সবাই নিজ নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।
পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের করোনা শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে হাসনাইন রাসেল।
এ ছাড়া পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাসের ছেলে দোলন বিশ্বাস জানান, তাঁর বাবা করোনায় আক্রান্ত হলেও শারীরিক অবস্থা ভালো রয়েছে। তিনি ঢাকার বাসায় বিশ্রামে রয়েছেন।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলির করোনা শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন তাঁর ভাই জাহিদুল ইসলাম রাজু। নাদিরা ইয়াসমিনও বর্তমানে নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।
এর আগে পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল করোনায় আক্রান্ত হয়ে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা নেন।