পাবনার ডিসি কবির মাহমুদকে বদলি, দায়িত্ব পেলেন বিশ্বাস রাসেল

প্রায় দুই বছরের মাথায় পাবনা জেলা প্রশাসক (ভিসি) কবির মাহমুদকে বদলি করা হয়েছে। তাকে ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব করা হয়েছে।

পাবনাসহ দেশের ১২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে সোমবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।

আর পাবনার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিশ্বাস রাসেল হোসেনকে।

২০১৯ সালের জুন মাসে তৎকালীন জেলা প্রশাসক জসিম উদ্দিনকে বদলি করে পাবনার দায়িত্ব দেয়া হয়েছিল কবির মাহমুদকে। ঠিক দুবছর পরেই আবারো নতুন জেলা প্রশাসক পেল পাবনাবাসী।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ