নিজস্ব সংবাদদাতা: ২১ রমজান মুমিনদের ঈমাম আহলে বায়াত শেরে খোদা মুশকিল কোশা হযরত মওলা আলী (আঃ) পবিত্র শাহাদাত দিবসের স্বরনে পাবনার খাজানগর সিদ্দিকিয়া দরবার শরীফের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধায় দ্বীপচর খাজানগর সিদ্দিকিয়া দরবার শরীফের নিজস্ব কার্যালয়ে ৫ শতাধিক মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন, ফুরফুরা শরীফের খলিফা হযরত নুর মুহাম্মদ আজাদ খান চিশতী।
এসময় উপস্থিত ছিলেন, পাবনা কৃষক লীগের সভাপতি মোঃ শহিদুর রহমান, দরবারের আশেকান জাকেরানসহ স্থানীয় প্রায় ৫০০ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে আহলে বায়াতের ওছিলায় দেশ জাতী ও মানুষের কল্যাণে সকলের জন্য বিশেষ দোয়া অনুষ্টিত হয়।