পাবনার এক পাড়াতেই উপজেলা চেয়ারম্যান, মেয়র ও এমপি

পাবনার এক পাড়াতেই গুরুত্বপূর্ণ তিনটি পদে আওয়ামী লীগের তিন নেতা এমপি, চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হয়েছেন। এতে আনন্দের বন্যা বইছে ঈশ্বরদীর পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের কলেজ রোড এলাকায়।

গত শনিবার ঈশ্বরদী পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ইছাহক আলী মালিথা নির্বাচিত হন। এর আগে গত ২৪ সেপ্টেম্বর ঈশ্বরদী কলেজ রোডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস উপনির্বাচনে এমপি এবং গত ১০ ডিসেম্বর ঈশ্বরদী উপজেলা পরিষদের উপনির্বাচনে আরেক বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস চেয়ারম্যান নির্বাচিত হন।

পাবনার এক পাড়াতেই এমপি, চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হওয়ার ঘটনা ঈশ্বরদীতে এই প্রথম। এ কারণে অন্য এক আবহের সৃষ্টি হয়েছে ঈশ্বরদীর কলেজ রোড ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে। সাধারণত উপজেলা পর্যায়ে এমপি, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র এই তিনজন প্রতিনিধির নেতৃত্বেই চলে স্থানীয় রাজনীতি ও উন্নয়ন।

ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি মুরাদ আলী মালিথা বলেন, বহু বছর পর ঈশ্বরদীর আওয়ামী রাজনীতিতে সুবাতাস বইছে। সন্ত্রাস, গ্রুপিং ও অন্তর্দ্বন্দ্বে জর্জরিত আওয়ামী লীগের রাজনীতি ৩০ বছর পর এখন একই পাড়ায় এবং পাশাপাশি ৩ মুক্তিযোদ্ধা পরিবার থেকে নেতৃত্বে আসায় স্বস্তি ফিরে এসেছে ঈশ্বরদীর আওয়ামী রাজনীতিতে।

ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য নির্বাচিত পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা বলেন, এতদিন ঈশ্বরদীর আওয়ামী লীগের রাজনীতি একটি পরিবারের মধ্যে আবদ্ধ ছিল। দীর্ঘ আন্দোলনে এই আবদ্ধতার শৃঙ্খল ভাঙা সম্ভব হয়েছে।

উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নায়েব আলী বিশ্বাস জানান, দীর্ঘ দিনের পুঞ্জিভূত সমস্যা ও গ্রুপিং ভেঙে ঈশ্বরদী আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ হয়েছে।

সংসদ সদস্য আলহাজ নুরুজ্জামান বিশ্বাস বলেন, একই এলাকায় আমাদের তিনজনের মধ্যে রাজনৈতিক বোঝাপড়া ও মতের মিল থাকায় এবার সার্বিকভাবেই ঈশ্বরদীর উন্নয়ন আর বাধাগ্রস্ত হবে না।

উল্লেখ্য, এই আসনে ১৯৯৬ সাল থেকে টানা জনপ্রতিনিধিত্ব করে আসছিলেন জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি, সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু। আর ২০১৬ সালে পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন ডিলুর জামাতা পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু। ডিলুর মৃত্যুর পর এই বলয়ের নেতাদের আধিপত্য ভেঙে পড়েছে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ