এক ঝাঁক যুবক ও তরুণদের প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ ফাউন্ডেশনের আয়োজনে পাবনার ঈশ্বরদীতে হিফজুল কোরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঈদুল ফিতরের ২য়দিন রবিবার (২৩ এপ্রিল) দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
দিনের শুরুতে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রথম পর্বে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ১৮ জন ক্ষুদে হাফেজ অংশগ্রহণ করেন। এতে প্রধান স্থান অর্জন করে ঈশ্বরদীর আমবাগান হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ওমর ফারুক, ২য় স্থান একই মাদ্রাসার তাহা ইসলাম এবং কামালপুর এম এ রউফ মাদ্রাসার আল-আমিন।
বিকেলে দ্বিতীয় পর্বে ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১২ জন উদীয়মান কন্ঠশিল্পী অংশগ্রহণ করেন। এতে প্রথম স্থান অর্জন করেন দারুস সুফ্ফা মাদ্রাসার মোহসিন জামিল, ২য় স্থান আমবাগান জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার হাদিউজ্জামান তাহা এবং কামালপুর এম এ রউফ হাফেজিয়া মাদ্রাসার জোবায়ের হোসেন।
এছাড়াও সন্ধার পর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিল্পীগোষ্ঠী ইসলামী ও নাটক পরিবেশন করে।