লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় পাবনা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রলয় চাকীর শহরের পাথরতলা এলাকায় দেশী মদের দোকান চাকী বাড়ি’তে দিনব্যাপী অভিযান চালিয়েছে র্যাব। এ সময় কর্তৃপক্ষকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অন্তত ৫০ জনকে আটক করে র্যাব।
শনিবার (১৫ মার্চ) বিকেলে র্যাব ১২ সিপিসি-২ এর পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মণ্ডল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের মধ্যে ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। বেলা ১২ থেকে অভিযান শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা ম-ল জানান, চাকী বাড়ীতে মদ বিক্রির লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অপ্রাপ্ত বয়স্ক ও সাধারণ যুবকদের কাছে দেশী মদ বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে বিকেলে অভিযান চালানো হয়৷ এ সময় হাতে নাতে কয়েকজনকে আটক করে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ অপরাধে মদের দোকানের লাইন্সের মালিক পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রলয় চাকীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্স ছাড়া নিয়ম নীতিবহির্ভূতভাবে মদ সেবন ও ক্রয় করার সময় প্রায় ৫০ জনকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে আনা হয়। পরে আটককৃত আটজনকে ৩৬ এর ৫ ধারায় এক হাজার টাকা করে জরিমানা ও ৪৬ জনকে ৩ দিন করে কারাদ- প্রদান করা হয়। অন্যান্য আটককৃতরা নাবালক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
অভিযানের সময় অত্র এলাকার কয়েকশত উৎসুক সাধারন মানুষ ভীর করে সেখানে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে ঘনবসতিপূর্ন এলাকাতে এই মদের ব্যবসা করে আসছেন তারা। পৌর এলাকাসক আসেপাশের বিভিন্ন অঞ্চল থেকে এই চাকী বাড়িতে মদ ক্রয়ের জন্য যুবকেরা আসে। এই মদ বিক্রির জন্য এলাকার পরিবেশ নষ্ট হয়েছে। যুব সমাজ মাদকাশক্ত হয়ে পরেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই চাকী বাড়িতে মদের আসর চলে। ক্ষমতাশীন দলের নেতা হওয়ার জন্য কেউ তাকে কিছু বলতে সাহস করে না। তবে এই মদের দোকান বন্ধ করে দেয়া দরকার। তাহলে এলাকার পরিবশেসহ যুবসমাজ মাদকের হাত থেকে রক্ষা পাবে।
তবে অভিযানের বিষয়ে মদের দোকানের মালিক পাবনা জেলা আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রলয় চাকী বার্তা সংস্থা পিপ‘কে বলেন, লাইসেন্সের শর্ত ভঙ্গ হয়নি অভিযানের বিষয়টিকে সাজানো বলে দাবী করেন তিনি। নিয়ম মাফিক শর্ত অনুসারে দীর্ঘদিন ধরে এই ব্যবসা পরিচালনা করে আসছি আমরা। ষড়যন্ত্র মূলক ভাবে এই অভিযান করানো হয়েছে বলে জানান তিনি।