পাবনায় হত্যার মামলার আসামির মরদেহ মিলল কচুরিপানায়

নিখোঁজের তিনদিন পর পাবনার সাঁথিয়া উপজেলায় রাজা প্রামাণিক (৫২) নামের হত্যার মামলার এক আসামির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ জুলাই) দুপুরে উপজেলার লালীপাড়া গ্রামের ফিরোজের ইটভাটা সংলগ্নে একটি ক্যানালের কচুরিপানার মধ্য থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাজা প্রামাণিক উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের শ্রীকোলা এলাকার মৃত সিরাজ প্রামাণিকের ছেলে।

ঘটনাস্থলে থাকা পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম ঢাকা মেইলকে জানান, গত ১৭ তারিখ থেকে সে নিখোঁজ ছিল। এব্যাপারে যদিও থানায় জিডি করা হয়নি। পরে স্থানীয় একটি ক্যানালে লাশের সদৃস্য বস্তু ও গন্ধ বের হলে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা গিয়ে তাকে শনাক্ত করে। মরদেহের গায়ে আঘাতের তেমন চিহ্ন নেই। ২-৩দিন আগে হত্যা করে ফেলে রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত ও ঘটনার তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

৭-৮ বছর আগে ওই এলাকার একটি হত্যার ঘটনায় মামলার আসামি ছিল। তবে ব্যাপারে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলেও জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ