পাবনায় সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

পাবনা সদর উপজেলায় ট্রাক, অটোরিক্সা ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন।

শনিবার দুপুরের দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মালিগাছায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, পাবনামুখী দ্রতগ্রামী একটি ড্রাম ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যাটারীচালিত ভ্যান এর সাথে সংঘর্ষ ঘটলে শিশুসহ ৭ জন আহত হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে।

নিহত’রা হলেন, চাটমোহর উপজেলা পাচুরিয়া গ্রামের মতিন  বিশ্বাস’র  মেয়ে পাবনা মহিলা কলেজের শিক্ষার্থী  মোছাঃ সিথী বিশ্বাস (১৮) ও সদর উপজেলার চরঘোষপুর গ্রামের শারিফ রহমানের  শিশু সন্তান আব্দুল রহমান (৮ মাস)।

পাবনা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, ঘটনার পরে ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ