পাবনার আটঘরিয়া উপজেলায় একটি মেছোবাঘ আটক করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার রামনগর গ্রামের শাহেদ আলীর কলাবাগান থেকে মেছোবাঘ আটক করে স্থানীয়রা।
আটকের পর জেলা বনবিভাগ ও পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে ওই এলাকাতেই ছেড়ে দেয়া হয়।
স্থানীয়রা জানান, বিকেলে বাগানে কলা কাটছিলেন শাহেদ আলী। এসময় কলা গাছের ঝোপে একটি মেছোবাঘ দেখতে পান তিনি। এসময় তিনি বাঘ বাঘ বলে চিৎকার শুরু করলে এলাকাবাসী আসেন এবং জাল দিয়ে মেছোবাঘটিকে আটক করেন।
এসময় খবর পেয়ে পুলিশ ও বনবিভাগ কর্তৃপক্ষ অন্যান্য মেছোবাঘের সাথে থাকার জন্য আটককৃত মেছোবাঘটিকে সেখানেই ছেড়ে দেন।