পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে সবজিবহনকারী ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। তবে পুলিশের দাবি- ট্রাক চালকদের নিজের মধ্যে ঝামেলায় এঘটনা ঘটে।
বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার পাবনা-রাজশাহী মহাসড়কের পাশে মুলাডুলি সবজি আড়তের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকায় নেয়ার জন্য ট্রাকটিতে সবজি লোড করা হয়েছিল। মুলাডুলি সবজি আড়তের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় টের পেয়ে স্থানীয়রা পানি ঢেলে নিয়ন্ত্রণে আনেন। তবে চালকের আসন ক্ষতিগ্রস্ত হয়।
এবিষয়ে যোগাযোগ করা হলে পাকশি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যানাল বলেন, তেমন বড় ঘটনা নয়। ট্রাক চালকদের ঝামেলায় ওই ঘটনা ঘটেছিল। এখন ঠিক আছে। ট্রাক চলে গেছে। এবিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।