পাবনার ঈশ্বরদীতে সুজন আমিন (৩৮) নামের একজন ভুয়া কর্নেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঈশ্বরদীর শেরশাহ রোড এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর কর্নেল পরিচয়ে চাঁদাবাজিকালে পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
সুজন গোপালগঞ্জের গোবিনাথপুর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।
পুলিশ জানায়, সুজন আমিন নিজেকে সেনাবাহিনীর কর্নেল পরিচয় দিয়ে শেরশাহ রোডে মুন্না এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করেন। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে সেখানে উপস্থিত এক ব্যক্তি গোপনে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে ধরা পড়ে যান সুজন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দীন বলেন, ভুয়া কর্নেল সুজনকে গ্রেপ্তারের পর শুক্রবার বিকেলে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।