পাবনার ভাঙ্গুড়ায় প্রাথমিক শিক্ষায় বয়স জটিলতার কারণে সহস্রাধিক শিক্ষার্থী আগামী ২০২২ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারছে না। এ কারণে গত বুধবার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি লটারি স্থগিত করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় সমাপনী উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৬৯৮ জন। এদের মধ্যে প্রায় অর্ধেক ছাত্রছাত্রীর বয়স ১০ বছরের বেশি । সুতরাং সহস্রাধিক শিক্ষার্থীর বয়স জটিলতার কারণে আগামী জানুয়ারিতে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে না।
এদিকে ১০ বছরের বেশি বয়সের শিক্ষার্থীরা আগামী জানুয়ারিতে মাধ্যমিক স্কুলগুলোতে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে না শুনে হতাশ হয়েছে পড়েছেন অভিভাবকরা।
লটারির জন্য অপেক্ষমাণ ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনি উত্তীর্ণ ছাত্রী রুবাইনা জান্নাতুল বাবুল রাইসার বাবা রকিবুল ইসলাম বাবুল, অষ্টমণিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আল ফারুকের মা ফিরোজা পারভিন ও মন্ডুতোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছুম্মা খাতুনের মা মিনা খাতুন বলেন, ছেলেমেয়েরা ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে আসার পর নতুন নিয়মে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স ১১ বছরের বেশি করায় তাঁরা খুব হতাশ। আগামী এক বছর এই শিক্ষাথীর্রা তাহলে কী করবে?ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা বিবেচনা করে আগামী জানুয়ারিতে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স পুনঃনির্ধারণের জন্য সরকারের কাছে দাবি জানান তাঁরা।
সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, শিক্ষা বোর্ডের ভর্তি নির্দেশনা অনুযায়ী পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১০ বছরের বেশি বয়সের ছাত্রছাত্রীর ভর্তির সুযোগ থাকলেও মাউশি ও স্হানীয় সরকার মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্রে ১১ বছরের বেশি বয়সের শিক্ষাথীর্দের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এ কারণে ১০ বছরের বেশি বয়সের শিক্ষাথীর্দের আবেদন গ্রহণ করা সম্ভব হচ্ছে না। ফলে ভর্তির জন্য আয়োজিত লটারি স্হগিত করা হয়েছে।
এব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভর্তি কারিকুলাম অনুযায়ী ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণির শিক্ষাথীর্দের নির্ধারিত বয়স ছয় বছর থেকে ১০ বছরের বেশি। কিন্তু মাউশি পিএসসি পরীক্ষাথীর্দের বয়স ১১ বছরের বেশি নির্ধারণ করায় জটিলতা তৈরি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, মাউশি ও স্হানীয় সরকারের পরিপত্র অনুযায়ী ১১ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির নির্দেশনা পাওয়ায় ঐ স্কুলের স্হগিতকৃত ভর্তি লটারি আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে আবেদনকৃত নিম্ন বয়সের শিক্ষার্থীদের বাছাই করে তাদের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য অযোগ্য ঘোষণা করতে বলা হয়েছে।