পাবনায় বিএনপির ৩ নেতা বহিষ্কার

দলীয় নির্দেশনা উপেক্ষা করে চাটমোহর পৌরসভা নির্বাচনে অংশ নেয়ায় পাবনায় বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২৭ ডিসেম্বর) দলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিস্কৃত নেতারা হলেন- চাটমহর পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ জিয়াউল হক সিন্টু, মোঃ আনোয়ার হোসেন মাসুম এবং এক নম্বর সদস্য প্রফেসর আব্দুল মান্নান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক তাদেরকে জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্যপদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ