পাবনার বেড়া উপজেলার আমিনপুরে পরকিয়ায় প্রেমিকের পরামর্শে স্বামীসহ শশুর বাড়ির সবাইকে ভাতে বিষ মিশিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে।
অভিযুক্ত গৃহবধূ বিথী খাতুন (১৫) সে জেলার বেড়া উপজেলা জাতসাখিনী পশ্চিম পাড়া এলাকার আলম শেখের স্ত্রী ও আমিনপুর থানা এলাকার সৈয়দপুর গ্রামের মৃত: আশরাফুলের মেয়ে।
গৃহবধুর শশুর আব্দুল মজিদ সেখ জানান,আট মাস আগে আমার ছেলে আলমের সঙ্গে বিথীকে পারিবারিক ভাবে বিবাহ দেই।বিবাহের পর থেকেই আমার পুত্রবধূ পরিবারের সবার সাথে খারাপ ব্যবহার করতে থাকে।গত বুধবার (০১ ফেব্রুয়ারী) সকালে প্রতিদিনের ন্যায় আমি ও আমার ছেলে কাজের উদ্দেশ্যে চলে যাই।কাজ শেষে ওইদিন রাতে আমার পুত্রবধূর কাছে ভাত খেতে চাইলে সে আমাদের ভাত খেতে দেয়।আমি সহ আমার পরিবারের সবাই খেতে বসলে ভাতে বিষের গন্ধ পেয়ে সবাইকে ভাত খেতে নিষেধ করি।পরবর্তীতে আশেপাশের আত্বীয়স্বজনদের ডেকে এনে দেখালে সবাই নিশ্চিত করে ভাতের মধ্যে বিষ মেশানো আছে।পরে সবার জিজ্ঞাসা বাদে পুত্রবধূ বিথী স্বীকার করেন তার প্রেমিক সালমান খানের পরামর্শে সবাইকে হত্যার উদ্দেশ্য ভাতে বিষ মিশিয়েছে।সে সময় বিথী বলেন তার প্রেমিক সালমান খান তাকে বলেছে তুমি আজ তোমার শশুরবাড়ীর সবাইকে হত্যা করবা আগামীকাল আমি তোমাকে ঢাকায় নিয়ে যেয়ে বিয়ে করবো তাই আমি সবাইকে হত্যার উদ্দেশ্য ভাতে বিষ মিশিয়েছি।
জানা যায়,প্রেমিক সালমান খান বেড়া উপজেলার রাকশা গ্রামের বদি খানের ছেলে।
এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ভাতে বিষ মিশিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে মর্মে থানায় ফোন আসে।তাৎক্ষনিক আমি সেখানে আমার ফোর্স পাঠিয়ে গৃহবধু বিথীকে উদ্ধার করে নিয়ে আসি।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেন তার প্রেমিক সালমান খানের পরামর্শেই তিনি ভাতে ইদুর মারার বিষ মিশিয়েছে।
এ বিষয়ে আমিনপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।