পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরায় পিকআপের সঙ্গে সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার উপজেলার নাক ডেমরার ছোট পাথাইহাট গোরস্থানের সামনে এ ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, তিনজন মোটরসাইকেল আরোহী পাবনার বাগচীপাড়া থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত দুজনকে সিরাজগঞ্জে এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।
নিহতদের মারদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। খোঁজখবর করে নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম।