পাবনায় পর্নোগ্রাফিবিরোধী অভিযান, দুইজন গ্রেফতার 

পাবনায় সদ্য যোগ দেয়া পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এর নির্দেশনা পর্নোগ্রাফিবিরোধী অভিযান চালানো হয়েছে।

মোতাবেক তরুন ও কিশোরদের পর্নোগ্রাফির হাত থেকে রক্ষা করতে রবিবার (৩ জানুয়ারি) জেলার সকল থানায় পর্নোগ্রাফি বিরোধী অভিযান পরিচালিত হয়।

সদর থানা কর্তৃক কম্পিউটারে পর্নোগ্রাফি সংরক্ষন ও বিতরনের জন্য দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ অভিযান চলমান থাকবে। ফলে পাবনাবাসীর নিকটে এ সংক্রান্তে কোন তথ্য থাকলে পুলিশ সুপার বরাবর জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ