পাবনায় নবনির্বাচিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গণসংবর্ধনা

দেশের অন্যতম প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পাবনা জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্তকে ফুলের শুভেচ্ছায় গণসংর্বধনা জানালেন দলের নেতাকর্মীরা।

শনিবার (১২ নভেম্বর) বিকালে ঢাকা থেকে আরিচা হয়ে নদী পথে কাজিরহাট লঞ্চঘাটে এসে পৌছান এই ছাত্র নেতা। সেখানে দলের উচ্ছাসিত নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। নদী পথে সাতটি স্প্রিডবোর্ড নিয়ে জাতিয় ও দলীয় পতাকা উড়িয়ে তারা আগম করেন নিজ জেলা পাবনাতে। পরে ঘাট এলাকায় আয়োজিত পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক।

এসময় তিনি দলের নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ আমার প্রাণের সংগঠন। বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী পরিষদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন ছাত্র সমাজের উন্নয়নের জন্য। আমি আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। সকল আন্দোলন সংগ্রামে দেশের কল্যাণে কাজ করতে চাই। দেশের ও মানুষের জন্য অকল্যাণ কর স্বাধীনতার বিপক্ষের শক্তির বিরুদ্ধে আমরা কাজ করবো। ছাত্র সমাজের উন্নয়ন ও সেবা প্রদান করতে চাই সবাইকে সাথে নিয়ে। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সম্রাট ইমরান সিরাজ , জেলা পরিঘদ সদস্য নাজরুল ইসলম সোহেল, বেড়া উপজেলার ভাইস চেয়ারম্যান মেজবাউল হক, ইঞ্জিনিয়ার সিহাব সহ সকল উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক এসময় উপস্থিত ছিলেন।

শতাধিক গাড়ি বহর দলের দায়িত্ব প্রাপ্ত নতুন সম্পাদককে সাথে নিয়ে কয়েক হাজার নেতাকর্মী ফুলের শুভেচ্ছা প্রদান করেন। পরে কাজিরহাট ঘাট থেকে গাড়ি বহর নিয়ে পথের মধ্যে বেশ কিছু স্থানে পথ সভা করেন তারা। সবশেষে শহরের দলীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন।

জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সমানে পথ সভায় নতুন সাধারন সম্পাদকে শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা শাজাহান মামুন, সাবেক ছাত্র লীগের সভাপতি মুস্তাফিজুর রহমান সুইট ও সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ আজাদ, সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রুমন সহ ছাত্রলীগ, আওয়ামীলীগের নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি মিজানুর রহমান সবুজ প্রমুখ।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ