পাবনার ঈশ্বরদী উপজেলায় দুইজন গরু চোরকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। এসময় চুরি হয়ে যাওয়া দুইটি গরু উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মামলা নথিভুক্ত করে দুই গরু চোরকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলো- ঈশ্বরদী লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের দাঁদাপুর গ্রামের মসলেম প্রমানিকের ছেলে মোক্তার আলী প্রমানিক (২৭) রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মকিদূল ইসলাম (৩৭)
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম আতিক জানান,ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের দাঁদাপুর গ্রামের হতদরিদ্র জাহিদেট বাড়ি থেকে সোমবার (৩১ জানুয়ারী) রাত আনুমানিক ৯ টার দিকে লক্ষ্মীকুন্ডার ইউনিয়নের দাঁদাপুর গ্রাম থেকে দুটি গরু চুরি হয়। রাত ১০ টার দিকে ওই গরুর মালিক জাহিদ রূপপুর পুলিশ ফাঁড়িতে এসে অবগত করে।
পরে তালিকাভুক্ত গরু চোরদের বাড়ি অভিযান চালানো হয়। লক্ষ্মীকুন্ডা থেকে প্রথমে দাঁদাপুর গ্রামের মসলেম প্রমানিকের ছেলে মোক্তারকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী পাকশীর রূপপুরের সরদারপাড়া একটি বাড়ি থেকে চুরি হওয়া গরুসহ এক সহযোগীকে আটক করা হলেও একজন পালিয়ে যায়। পলাতক গরু চোর দলের ওই সদস্যেকে আটকের চেষ্টা চলছে। চুরি হওয়া গরু দুটি উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে আসা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, হতদরিদ্র জাহিদের চুরিকৃত গরুসহ সংঘবদ্ধ গরু চোর দলের সদস্যকে আটক করা হয়েছে। চুরি আইনে মামলা নথিভুক্ত করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ওই গরুর মালিককে তার গরু দুটি দেওয়া হয়েছে।