পাবনায় ট্রাক-ভটভটির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

পাবনা‌ ঈশ্বরদী উপজেলায় বালু ভর্তি মিনি ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে মোতালেব প্রামানিক (৫০) নামের এক ভটভটির চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুন) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে দুপুরে উপজেলার পাবনা-নাটোর মহাসড়ক মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোতালেব উপজেলার কলেরকান্দি বটতলা এলাকার মৃত ভোলা প্রামানিকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে‌ পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যানাল পাবনা বার্তা ২৪ ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে সরাইকান্দি এলাকায় বালু ভর্তি মিনি ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন চালক মোতালেব। তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, পরে তার অবস্থা অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে হয়। বিকেলে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মিনি ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ