পাবনা সদর উপজেলার গয়েশপুরে মাওলানা সাদেক আলী প্রামানিক (৬০) নামের এক জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় নিহতের ভাতিজা ঘাতক রবিউল ইসলাম (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যার দিকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত বুধবার (২৬ এপ্রিল) সকালে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
নিহত মাওলানা সাদেক আলী গয়েশপুর ইউনিয়নের রথখোলা গ্রামের তোরাব আলী প্রামানিকের ছেলে। একই ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি। একাধিকবার ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে কয়েক ভোটে পরাজিত হয়েছিলেন। পেশায় পাবনার পুষ্পপাড়া কামিল মাদ্রাসার শিক্ষক।
ঘাতক রবিউল ইসলাম একই গ্রামের তমিজ উদ্দিন প্রামাণিকের ছেলে। রবিউল নিহত সাদেক আলী প্রামানিকের চাচাতো ভাইয়ের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মানসিকভাবে বিকারগ্রস্ত। গত বুধবার বাড়ির সামনে বসে ছিলেন রবিউল। নিহত সাদেক আলী তার সামনে দিয়ে বাড়ি ফেরার পথে পেছন থেকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার প্রথমে পাবনা সদর হাসপাতালে পরে রাজশাহীতে স্থানান্তর করা হয়। সেখানে আজ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার দিনই অভিযুক্ত রবিউলকে গ্রেফতার করা হয়েছে। সে মানসিকভাবে বিকারগ্রস্ত। ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা তদন্তের পর জানা যাবে বলেও জানান ওসি।