পাবনায় জামায়াতের গণমিছিল

সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরয়ারসহ গ্রেফতারকৃত বিরোধীদলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের মুক্তির দাবিতে গণমিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে পাবনা শহরে এই কর্মসূচি পালিত হয়।

এদিন পুলিশী বাধার মুখেও সকাল সাড়ে ৮টার দিকে শহরের চাপা মসজিদ মোড় থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিলালপুরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ‘ভোট চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর’, ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’, ‘এবার গুলি চালালে, আমরাও চালাবো’, ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’- ইত্যাদি শ্লোগানে নেতাকর্মীরা গণমিছিল মুখরিত করে তোলেন।

মিছিলে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসেন ও সহকারী সেক্রেটারি আব্দুল গাফফার খান‌, সদর উপজেলা জামায়াতের আমির আবদুর রব, সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল, পৌর জামায়াতের আমির আব্দুল রকিব, সেক্রেটারি জাকির হোসেন প্রমুখ।

নেতাকর্মীরা বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মসূচি পালন করতে দিলেও শুধু জামায়াতের কর্মসূচি পালন বাঁধা দেয়া দিচ্ছে সরকার। পাবনায় আমাদের মিছিলের শুরুর সময় ৩-৪ গাড়ি পুলিশ আমাদের বাধা দিয়েছে। সাধারণ পথচারী ও দোকানদারকেও পুলিশ নানাভাবে হয়রানি ও বাধা দিয়েছে। এরপরও আজকে আমাদের কর্মসূচি সফল হয়েছে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ