পাবনায় জাতীয় হাঁটা দিবস পালিত

বাংলাদেশ ওয়াকিং ক্লাব এর নির্দেশে ও পাবনা জেলা শাখার উদ্যোগে পাবনায় জাতীয় হাঁটা দিবস উদযাপিত হয়েছে।

শনিবার ( ৯ জানুয়ারী) পাবনা শহরে বাংলাদেশ ওয়াকিং ক্লাব পাবনা জেলা শাখার আহবায়ক রাসেল হোসেন এর সভাপতিত্বে একটি র‍্যালী বের করা হয়।

র‍্যালী টি পাবনার শহরের বিভিন্ন স্থান ঘুরে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

বক্তারা এসময় হাঁটার বিভিন্ন উপকারীতা তুলে ধরেন। বক্তব্য রাখেন রাসেল হোসেন, শামস মাহমুদ লাম বিশ্বাস, কাওসার ইসলাম সৌরভ, অভ্র প্রমুখ।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ