পাবনায় প্রেমিকার প্রতি চিরকুট লিখে কলেজছাত্রের আত্মহ*ত্যা!

পাবনার সুজানগরে প্রেমিকার ওপর অভিমান করে চিরকুট লিখে ফাঁস নিয়ে আত্মহ”ত্যা করেছেন রতন হোসেন (১৯) নামের এক কলেজছাত্র।

রোববার রাতে উপজেলার দুলাই ইউনিয়নের দুলাই উত্তরপাড়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

রতন হোসেন ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি  দুলাই সরকারি ডা. জহুরুল কামাল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করে দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান বলেন, রোববার সকালে গঙ্গারামপুর গ্রামের পুরাতন বাড়িতে রতনের দাদা মারা যান। পরিবারের সবাই সেখানে গিয়েছিলেন। দুলাই উত্তরপাড়ার বাড়িতে সে একাই ছিল। রাতে বাড়িতে এসে ঘরের আড়ার সঙ্গে রতনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন।

ডা. জহুরুল কামাল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ জানান, আত্মহত্যার আগে রতন ডায়েরিতে প্রেমঘটিত কারণ লিখে গেছে বলে জানতে পেরেছি।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আত্মহত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ