পাবনা পৌরসভা নির্বাচন ও জেলা রাজনীতিতে এক শিল্পপতির হস্তক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে।
শিল্পপতি নগ্ন হস্তক্ষেপ মানি না মানবো না, আওয়ামী লীগ দখলের ষড়যন্ত্রকারীদের প্রতিহত করো ইত্যাদি স্লোগানে স্লোগানে মিছিলে মিছিলে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন। যেন বাঁধভাঙা ঢল নেমেছে।
যোগ দিয়েছেন মনোনয়ন বঞ্চিত সব প্রার্থী। জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা এই সমাবেশে যোগ দিয়েছেন।
মঙ্গলবার ( ৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে ‘পাবনা জেলা আওয়ামী লীগের রাজনীতিতে শিল্পপতির হস্তক্ষেপের বিরুদ্ধে’ ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ চলছে।
দলীয় কার্যালয়ের সামনেই বিদ্রোহীদের এমন আয়োজনে পাবনা শহরে উত্তেজনা বিরাজ করছে। যেকোনও পরিস্থিতি মোকাবেলায় শহর জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপড়তা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়। বিশেষ করে আব্দুল হামিদ রোড ও আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
নির্বাচন ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরকে চ্যালেঞ্জ করে মাঠে নেমেছে দুই বিদ্রোহী প্রার্থী। উভয় প্রার্থীই আজ শহরের শোডাউনের ঘোষণা দিয়েছে। ফলে উভয় পক্ষই মুখোমুখি হলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।