পাবনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেল অর্ধশতাধিক পরীক্ষার্থী

পাবনায় অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়ে ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল বাস। এঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে এখন নিহতের কোন সংবাদ পাওয়া যায়নি।

শুক্রবার (২০ মে) বিকেল ৫টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের নস্করপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা মাছরাঙ্গা এক্সপ্রেস নামের বাসটি রাজশাহী থেকে ৫০ জন শিক্ষার্থী নিয়ে পাবনা টার্মিনালে ফেরার পথে মল্লিক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি খালি ট্রাকের সাথে সরাসরি ধাক্কা খায়। বাসের যাত্রীরা সবাই নার্সিং ভর্তি পরীক্ষা দিতে একই বাস নিয়ে রাজশাহীতে গিয়ে ছিলো।

এতে কয়েক আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়। বাসের শিক্ষার্থীরা মারাত্বক আঘাতপ্রাপ্ত না হলেও আতঙ্কে অনেকেই তাৎক্ষনিক জ্ঞান হারিয়ে ফেলে। পাশের মানুষজন দৌড়ে এসে তাদের মাথায় পানি ঢেলে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দেয়।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ