শাকিবের পর এবার পাবনায় অপু বিশ্বাস

শাকিব খানের পর চিত্রনায়িকা অপু বিশ্বাস শুটিংয়ে অংশ নিতে পাবনায় এসেছেন। সেখানে তিনি প্রেম প্রীতির বন্ধন সিনেমার শুটিং করবেন।

এর আগে গত এপ্রিল মাসে চিত্রনায়ক শাকিব খান পাবনায় অন্তরাত্মা সিনেমার শুটিং করেছিলেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) তিনি ঢাকা থেকে পাবনায় এসে পোঁছান।

অপু বিশ্বাস গণমাধ্যমকে জানান, কিছুক্ষণ আগে পাবনা পৌঁছেছি। আগামীকাল (আজ ৩০ সেপ্টেম্বর) থেকে শুটিং করবো। এই লটে পাঁচদিনের শুটিং করে ঢাকায় ফিরবো।

উপমা কথাচিত্রের ব্যানারে নির্মিত এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বাঁধছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী। গত ১৭ মে বিএফডিসির ৯ নম্বর ফ্লোরে সিনেমাটির মহরতের মাধ্যমে শুটিং শুরু হয়।

এর আগে ‘হিটম্যানথ সিনেমায় অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে কাজ করেছেন জয়। এই সিনেমায় অপু-জয় ছাড়াও আরো অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ