পাবনায় পদ্মার পানি পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ৩ দশমিক ৭৬ সেন্টি মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার বাড়তে শুরু করেছে বিভিন্ন নদ ও নদীর পানি। এর ফলে গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি উপজেলার নিম্নাঞ্চল ডুবে গেছে।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন বলেন, ‘আজ শনিবার সকালে যমুনা নদীর পানি নগরবাড়ি পয়েন্টে বিপৎসীমার ৮৬ সেন্টি মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর পদ্মা নদীর পানি পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ৩ দশমিক ৭৬ সেন্টি মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি বৃদ্ধি যেভাবে অব্যাহত রয়েছে তাতে কয়েকদিনের মধ্যে বিপৎসীমার কাছাকাছি যেতে পারে।’
মোফাজ্জল হোসেন আরো বলেন, জেলার গুমানি, বড়াল, চিকনাই, আত্রাই, ধলেশ্বরী নদীতে পানি এসেছে। এরই মধ্যে ঈশ্বরদীর সাঁড়া, পাকশী, লক্ষ্মীকুণ্ডা, সুজানগরের বরখাপুর, নাজিরগঞ্জের চর ও বেড়া উপজেলার চর পঁচাকোলা, নাকালিয়াসহ নদী তীরবর্তী বিভিন্ন এলাকার সবজিক্ষেত তলিয়ে গেছে।’