যতোই দিন ঘনিয়ে আসছে ততই উত্তেজনা ছড়াচ্ছে পাবনার ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন। ইতোমধ্যে পাবনার কয়েক ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতায় প্রাণ হারিয়েছে ৪ জন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর এবার সহিংসতার ছাপ লেগেছে আটঘরিয়া পৌরসভা নিবার্চনে।
আগামী ২৬ ডিসেম্বর আটঘরিয়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রার্থীর সর্মথকরা স্বতন্ত্র প্রার্থীর সর্মথকদের ব্যাপক মারপিট করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২ জনকে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন- হাসিুনর রহমান (৩৩) ও আফসার আলী(৩৮)। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার (২০ডিসেম্বর) সন্ধ্যায় আটঘরিয়া বাজারে স্বতস্ত্র প্রার্থীর সর্মথকেরা ‘জগ মার্কায়’ ভোট প্রার্থণা ও গণসংযোগ করছিলেন। এ সময় নৌকার মেয়র প্রার্থীর সর্মথক যুবলীগ নেতা গোলাম মওলা পান্নুর নেতৃত্বে অর্ধশতাধিক লোক লাঠিসোটা, ধারালো অস্ত্র ও জি আই পাইপ নিয়ে স্বতন্ত্র প্রার্থীর সর্মথকদের উপর অর্তকিত হামলা করেন।
এতে স্বতন্ত্র প্রার্থীর সর্মথক হাসিনুর রহমান, আফসার আলী, আমজাদ হোসেন, সবুজ শেখ, মতিউর রহমান, হৃদয় আহত হন।
এ ঘটনায় আটঘরিয়া থানায় মামলায় প্রস্ততি চলছে বলে জানা গেছে।