নৌকার বিরোধীদের কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে: এমপি প্রিন্স

পৌরসভা নির্বাচনে দলের মধ্যে আওয়ামী লীগের নৌকার বিরোধীদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স

শনিরার (২৬ ডিসেম্বর) পাবনার চাটমোহর বাজারের যুবলীগের কার্যালয়ের পাশে চাটমোহর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বিশেষ বর্থিত সভায় তিনি একথা জানান।

চাটমোহর পৌর আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামী লীগের নৌকার বিরোধীদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সরকার জেলা উপজেলা সকল ক্ষেত্রে উন্নয়ন ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে চলছে। আওয়ামীলীগকে সুসংগঠিত করে সাধারণ মানুষের কাছে সকল উন্নয়ন দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক বিজয় ভূষণ রায়, সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন আহমেদ মান্নান, দপ্তর সম্পাদক এ্যাডঃ আহাদ বাবু, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, মাইকেল।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মহিলা লীগের সভাপতি আরেফা খানম শেফালী , সাধারন সম্পাদক কোহিনুর ফেরদৌস কনাসহ উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃৃন্দ।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ