পাবনায় নৌকার পরাজয়ের নেপথ্যে থাকা নেতাদের বিচার চান পরাজিত প্রার্থী

পাবনার বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জাতসাখিনী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রেজাউল হক বাবুসহ নৌকার পরাজয়ের নেপথ্যে থাকা আওয়ামীলীগ নেতাদের দল থেকে বহিস্কারসহ তাদের বিচার দাবী করেছেন বেড়া উপজেলার জাতসাখিনী ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী মোছা আনোয়ারা আহম্মেদ।

রবিবার (৯ জানুয়ারি) দুপুরে কাশীনাথপুরস্থ তার বাসনভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবী করেন।

তিনি বলেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কিছু সত্য কথা বলার জন্য। আপনার জানেন গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি বেড়া উপজেলার জাতসাখিনী ইউনিয়নে আয়োমীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করি।

তিনি বলেন, শুরু থেকেই বিশ্বাসঘাতক খন্দকার মোস্তাকদের দোসর আওয়ামীলীগের নামধারী বেড়া উপজেলার উপ-নির্বাচনের চেয়ারম্যান ও জাতসাখিনী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রেজাউল হক বাবু এবং তার ভাই মুকুসহ দোসররা এই ইউনিয়নসহ বেড়া উপজেলার কয়েকটি ইউনিয়নে নৌকা প্রতিীকের সরাসরি বিরোধীতা করে। যারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছে তাদের সম্পর্কে এবং প্রতীক সম্পর্কে বিভিন্ন সময় অশ্লীল কথাবার্তা বলে। এক পর্যায়ে নৌকার পরাজয়ের নেপথ্যে মরিয়া হয়ে উঠে। তার ভাই মুকুসহ অন্যদের দিয়ে নৌকা প্রার্থীর ভোট কেটে নৌকার নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয়।

পাবনা-১ আসনের সংসদ সদস্য সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা -২ আসনের সংসদ সদস্য জনাব আহমেদ ফিরোজ কবির, বেড়া পৌর মেয়র অ্যাডভোকেট আশিফ শামস রঞ্জন, বেড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অনীল ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ দলের নেতা পরামর্শ ও নানাভাবে সহযোগিতা নৌকার বিজয়ের পরিবেশ তৈরি করলেও আওয়ামীলীগের নামে যারা ব্যবসা বাণিজ্য করে সেই তথাকথিত কামরুজ্জামান উজ্জ্বল, আব্দুর রশিদ দুলাল, রেজাউল হক বাবু গংরা আমিসহ বেড়ার ৬টি ইউনিয়নে নৌকাকে পরাজিত করে। তারা বিএনপি জামায়াতের পক্ষে টাকা খেয়ে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সরাসরি কাজ করে। যার ফলশ্রুতিতে আমি সামান্য ভোটে পরাজিত হই।

তিনি আরও বলেন, আমি একজন নারী। দেশের নারীদের প্রতি সম্মান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছিলেন। নৌকা মহান স্বাধীনতার প্রতীক। নৌকা বঙ্গবন্ধুর প্রতীক। নৌকা প্রতীককে সামনে রেখে জাতীর জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। আমি আমার সর্বত্র দিয়ে নৌকা প্রতীকের মান সম্মান ধরে রাখার চেষ্টা করেছি। দিনরাত পরিশ্রম করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা মানুষের কাছে প্রচার করেছি।

অথচ বিশ্বাসঘাতক খন্দকার মোস্তাকদের দোসর আওয়ামীলীগের নামধারী বেড়া উপজেলার উপ-নির্বাচনের চেয়ারম্যান ও জাতসাখিনী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রেজাউল হক বাবু এবং তার ভাই মুকু ও দোসররা এই ইউনিয়নে নৌকা ডুবিয়ে দেয় এবং বিভিন্ন স্থানে দাম্ভিকতা নিয়ে বলে বেড়ায় “বেড়ায় আমরা সব এখানে শেখ হাসিনা বা নৌকা কিছু না” আমরা যার পক্ষ নিব তাকে যেভাবেই হোক নির্বচিত করবো। আমরা তা প্রমাণ করেছি। আমি আপনাদের মাধ্যমে খন্দকার মোস্তাকদের দোসর জাতসাখিনী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রেজাউল হক বাবুসহ তার দোসরদের বিচার চাই। এ সময় স্থানীয় আওয়ামীলীগ নেতা সজিবুল ইসলাম সজিবসহ অন্য নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

………………………………>
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাবনার খবরাখবর রাখুন

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ