অস্ত্রসহ নেশাগ্রস্থ অবস্থায় বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য। এসময় তাকে নেশাগ্রস্থ অবস্থায় আটক করেছে এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী এলাকায় ঢুকে পড়ে ভারতীয় বিএসএফের সদস্য আসাদ। তিনি ভারতীয় ৪৪ বিএসএফ ব্যাটালিয়নের আলিপুর ক্যাম্পের সদস্য।
এ সময় ওই বিএসএফ সদস্য মাতাল অবস্থায় ছিলেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা নিকটস্থ চাঁনশিকারী বিজিবি ক্যাম্পে খবর দেয়। বিজিবি সদস্যরা তাকে ক্যাম্পে নিয়ে যান।
ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ইয়াজদানি জজ জানান, ভারতীয় কাঁটাতারের বেষ্টনী পেরিয়ে একজন বিএসএফ সদস্য অস্ত্রসহ বাংলাদেশের ভুখণ্ডে ঢুকে পড়ে। চাঁনশিকারী বিজিবি ক্যাম্পের কাছে আসলে এলাকাবাসী তাকে আটক করে। এ সময় তিনি মাদকাসক্ত ছিলেন। পরে তাকে বিজিবি সদস্যদের হাতে তুলে দেয়া হয়।
এ ঘটনায় ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান বলেন, মাদকাসক্ত অবস্থায় ভুল করে একজন বিএসএফ সদস্য বাংলাদেশি ভূখণ্ডে ঢুকে পড়ে।
এ বিষয়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৯-এর ২এস পিলারের কাছে ভোলাহাটের জামতলায় বাংলাদেশের ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এবং ভারতীয় ৪৪ বিএসএফ ব্যাটালিয়ান পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বিএসএফ সদস্য আসাদকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়।