দীর্ঘদিন যাবৎ অসুস্থ পাবনার যুবদল ও ছাত্রদলের দুই নেতার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমানের নির্দেশে ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে তাদেরকে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে।
রবিবার (২৩ এপ্রিল) জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে নেতাদের পক্ষে তাদের হাতে এক লক্ষ টাকা করে চেক তুলে দেন পাবনা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন বাবু ও সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক শাহিনুর রহমান শাহিন।
সহায়তাপ্রাপ্ত দুই নেতা হলেন- পাবনা সদর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মিল্টন হোসেন ও পাবনা জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মামুন জোয়াদ্দার। দুইজন বেশ কিছুদিন যাবৎ জটিল কিডনী রোগে ভুগছেন।
থেকে হস্তান্তরকালে পাবনা জেলা, উপজেলা ও পৌর শাখার যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।