নানা আয়োজনে পাবনা ড্রামা সার্কেলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বৈরী আবহাওয়া ও করোনাকালিন সময়ের জন্য সিমিত পরিসরে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে জেলার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেল উদযাপন করেছে ৪০ তম প্রতিষ্ঠাবার্ষীকি। (১৮ জুন) শুক্রবার সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে দিনটিকে উদযাপন করে দলের সদ্যরা।

আজীবন সদস্য মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সংগঠনের সভাপতি ওহিদুল কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম, জেলা পুলিশ সুপার মোহম্মদ মহিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহাবুব মোর্শেদ বাবলা, লতিফ গ্রæপের জেনারেল ম্যানেজার অচিন্ত কুমার ঘোষ প্রমুখ।

এসময় দলের প্রতিষ্ঠাতা প্রবীন দুই সদস্য সিরাজুল হক পিন্টু ও শিবলী সাদিকের হাতে দলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বারক তুলেদেয়া হয়। সংক্ষিপ্ত শুভেচ্ছা আলোচনা পর্বে আমন্ত্রিত অতিথিদের ফুল ও দলের চল্লিশ বছরের শুভেচ্ছ স্মারক তুলেদেন দলের আজীবন সদস্য সরোায়ার উল্লাস, আব্দুল হাফিজ রতন, তরুন দাস মদন, সিরাজুল ইসলাম হীরা, দোলন আজিজ, ভাস্কর চক্সবর্তী, আমিনুল হক প্রমুখ।

আলোচনা সভার আগে বিকেলে দলের সদস্যরা প্রেসক্লাব চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রর্দক্ষিন করে ক্লাব চত্বরে গিয়ে শেষ করে। শুভেচ্ছা বিনিময় পর্বের মাঝে গান পরিবশেন করেন শেখ তোজা ফাহমিদা চাদনী, আনোয়ার হোসেন ও রাফফান সজিবসহ দলের অন্যান্য সদস্যরা। ১৩ জুন থেকে সপ্তাহব্যাপী শুরু হওয়া সংগঠনটির কর্মসূচির মধ্যে ছিলো শহরের বিভিন্ন স্থানসহ সংগঠনের সদস্যদের মধ্যে বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি পালন। সপ্তাহব্যাপী এই কর্মসূচির আর্থিক সহযোগিতা প্রদান করেন দেশী বাজার বিডি ডট কম ও কমিউনিটি ইনেশিয়েটিভ সোসাইটি নামে দুটি প্রতিষ্ঠান।

“সাহসী যৌবন আমাদের গবর্” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পথ চলছে নাট্য সংগঠন ড্রামা সার্কেল। বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশন অন্তভুক্ত উত্তর বঙ্গের ঐতিহ্যবাহী এই নাট্য সংগঠনটি পার করছে ইতিহাস ঐতিহ্য আর গৌরবের চার দশক।

দীর্ঘ চল্লিশ বছরের পথ চলায় সংগঠনটি আবাসন সংকটসহ অর্থনৈতিক নানা সমস্যার মধ্যে রয়েছে। তবু থেমে থাকেনি কোন কর্মসূচি। তাইতো আজো জেলার লিডিং সংগঠন বলা হয় পাবনা ড্রামা সার্কেলকে। এই সংগঠনের সাথে সম্পৃক্ত সকলে একসাথে সামাজিক দায়বন্ধতা থেকে কাজ করে যাচ্ছে মানুষের জন্য।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ