নতুন করে আরও দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও)

নতুন করে বাংলাদেশে আরও করোনা ভাইরাস ধরা পড়ল। নতুন করে আক্রান্ত ২ জন। ফলে মরণঘাতি এই ভাইরাসে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দাড়াল ৫ জনে।

শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মিন্টো রোডে রাষ্ট্রীয় অতিথি ভবনে জরুরি সংবাদ সম্মেলন করে এতথ্য জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ‌্যমন্ত্রী বলেন, ‘তাদের একজন ইতালি থেকে এসেছেন, আরেক জন জার্মানি থেকে ফিরেছিলেন। তাদের আমরা এনেছি, হাসপাতালে রেখেছি।’

তিনি জানান, তারা দুজন আগেই দেশে আসেন। তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। শনিবার তাদের করোনা পরীক্ষা পজেটিভ পাওয়া যায়। তবে তাদের অবস্থা শঙ্কামুক্ত। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে দেশে আরও তিনজন করোনা আক্রান্ত হলেও তারা সুস্থ হয়ে উঠেছেন। তারা তিনজনই ইতালি থেকে দেশে এসেছিলেন। 

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ