নতুন করে করোনা ভাইরাস সন্দেহে আরও ৮ জনকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনের অংশ হিসেবে মঙ্গলবার (১০ মার্চ) এ তথ্য জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, বর্তমানে আটজন আইসোলেশনে আছে। তারা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিল। এছাড়া চারজনকে প্রাতিষ্ঠানিক চেকিং (কোয়ারেন্টাইনে) রাখা হয়েছে।
আইসোলেশন ও কোয়ারেন্টিনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করে সেব্রিনা ফ্লোরা বলেন, আইসোলেশন রোগীর জন্য প্রযোজ্য। অর্থাৎ যাদের মধ্যে উপসর্গ দেখা দিয়েছে তাদের আইসোলেশনে রাখা হয় যাতে অন্যরা আক্রান্ত না হয়। বর্তমানে ৮ জন আইসোলেশনে আছে।
১২৮ জনকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রেজাল্ট নেগেটিভ আসলে তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলেও জানান আইইডিসিআর পরিচালক।
এছাড়া বিদেশ থেকে আসা আরও বেশ কিছু ব্যক্তিকে বাড়িতে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। তবে কতজনকে বাড়িতে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে, সে সংখ্যা তিনি জানাননি।