নতুন আরও ৩ জনের করোনা আক্রান্ত!

দেশে নতুন করে আরো তিনজন করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। তারা তিনজন একই পরিবারের সদস্য। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ জনের দাঁড়িয়েছে।

সোমবার দুপুরে রাজধানীর মহাখালীতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, করোনায় নতুন আক্রান্ত তিনজনের একজন নারী ও বাকি দু’জন শিশু। শিশু দুটির বয়স ১০ বছরের নিচে।

এর আগে দেশে প্রথম করোনা রোগী ধরা পড়ে তিনজন। কয়েকদিন পর আরো দু’জন ধরা পড়ে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ