ধেয়ে আসছে মহা বৃষ্টি বলয়, কাল থেকেই শুরু!

বাংলাদেশের দিকেয় ধেয়ে আসছে মহা শক্তিশালী একটি বৃষ্টি বলয়। এর প্রভাবে দেশে অতিভারী বৃষ্টি হতে পারে টানা কয়েকদিন যাবত। সেই সঙ্গে কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদফতর সূত্রে এতথ্য জানা গেছে।

একটি বেসরকারি আবহাওয়া সংস্থা জানিয়েছে, এটি বছরের প্রথম মহা বৃষ্টি বলয়। বৃষ্টি বলয় চলাকালীন সময়ে অধিক আক্রান্ত স্থানে আকাশ অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে।

আগামী ৮ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত টানা বৃষ্টিপাত হতে পারে। তবে ৯ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত বেশি সক্রিয় থাকবে মহা বৃষ্টি বলয়। এটি বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ ও এর আশপাশে সক্রিয় থাকবে।

মহা বৃষ্টি বলয় চলাকালীন সময় দেশের নিচু এলাকার বন্যা পরিস্থিতি ব্যাপক অবনতি ঘটাতে পারে। ফলে  দেশের নিচু এলাকা প্লাবিত হতে পারে।

দেশে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট বিভাগ, বরিশাল, খুলনা ও রংপুর বিভাগে এই বৃষ্টি বলয় বেশি সক্রিয় থাকতে পারে এবং এই এলাকায় অতি থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ