সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের একটি স্ট্যাটাস। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা রিটের প্রেক্ষিতে বুধবার রাতে স্ট্যাটাসটি পোস্ট করেন তিনি।
তার এই স্ট্যাটাসটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টা নাগাদ পোস্টটিতে ১১ হাজারেরও বেশি লাইক, পৌনে ৩ হাজার কমেন্ট হয়েছে। স্ট্যাটাসটি শেয়ার করেছেন দেড় হাজারেরও বেশি মানুষ।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান ও নিজাম উদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে তাদের ক্ষমতা বাতিলের আর্জিতে গতকাল বুধবার হাইকোর্টে একটি সম্পূরক রিট আবেদন করে চিলড্রেন’স চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন (সিসিবি ফাউন্ডেশন)।
এ বিষয়ে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ আদেশ দেয়ার কথা রয়েছে।