দিলপাশার ইউনিয়নে নৌকার মনোনয়ন চান অশোক

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাবনার ভাঙ্গুড়ার দিলপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন চান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান চেয়ারম্যান বাবু অশোক কুমার ঘোষ (প্রনো)।

অশোক কুমার এই ইউনিয়নের টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি পাবনা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পৃরস্কৃত হয়েছেন।

নেতাকর্মীরা জানান- আসন্ন দিলপাশার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৎ, ত্যাগী, নিষ্ঠাবান, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, দিলপাশার ইউনিয়ন পরিষদকে আধুনিক করা রুপকার, মাদক মুক্ত দিলপাশার গরার কারিগর বাবু অশোক কুমার ঘোষ (প্রনো) কে নৌকার মনোনয়ন দিলে এলাকার ব্যাপক উন্নয়ন তরান্বিত হবে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ